Skybuybd.com এমন একটি কোম্পানি, যারা চায়নার ২০ লক্ষের বেশি প্রডাক্ট আপনাকে এনে দিবে ৭ দিনে। কেজি প্রতি চার্জ হিসেবে। লাগবে না কোন এক্সটার্নাল চার্জ বা এলসি এবং ট্রেডমার্ক।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন নিউজ মিডিয়া থেকে খবর পাওয়া যাচ্ছে যে, প্রবাসী সহ কিছু ব্যাক্তিদের ইমু একাউন্ট হ্যাক হচ্ছে। যার দ্বারা হ্যাকার, সেই একাউন্টের ব্যক্তির আত্মীয়দের থেকে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ব্যাপার টা অবিশ্বাস্য হলেও সত্য। তাই আপনিও আপনার ইমু একাউন্ট সুরক্ষিত করতে চাইলে সেটিং অপশন থেকে অন্য কোন ডিভাইসে লগইন না করার অপশন টি চালু করে রাখুন। যার ফলে, হ্যাকার আপনার একাউন্টে প্রবেশ করতে পারবে না। ধন্যবাদ।