বেপরোয়া ভাবে গাড়ি চালাতেন কুমার বিশ্বজিৎের ছেলে, যার কারনে ৩ শিক্ষাথীর অকালে প্রান চলে গেলো। তিনজন নিহত হলেও গুরুতর আহত হয়েছেন বিশ্বজিৎের ছেলে নিবিড় কুমার, কানাডায় পড়ালেখা করছেন তিনি। তার সাথে আরো যেসব বাংলাদেশের শিক্ষাথী ছিলো, তারা সবাই মারা গিয়েছে। নেটিজেনরা দোষ দিচ্ছে বিশ্বজিৎ কেই। কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন নিবিড় কুমার, ডাক্তার জানিয়েছেন তার অবস্থা আশংকাজনক।
Bangladeshi All News From Mohammad Tohidul Islam Tusher