ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা । একটি শার্টের দাম ১৯৫০০ টাকা । Directorate of National Consumer Rights Protection
আজকে ধানমন্ডি এলাকায় একটি দোকানে অভিযান চালিয়েছেন ভোক্তা অধিদপ্তর, ঢাকা। জানা যায় যে, এই দোকানে শার্ট সহ অন্যান্য প্রডাক্ট গুলো লাগেজ পার্টির হাত থেকে আসে। বোঝা গেল যে, এই পণ্য গুলোর কোন লাইসেন্স অথবা ট্যাক্স রিপোর্ট নেই। অবৈধ ভাবে দেশে আমদানি করা হয়েছে উক্ত পণ্য গুলো।