ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা । একটি শার্টের দাম ১৯৫০০ টাকা । Directorate of National Consumer Rights Protection

আজকে ধানমন্ডি এলাকায় একটি দোকানে অভিযান চালিয়েছেন ভোক্তা অধিদপ্তর, ঢাকা।
জানা যায় যে, এই দোকানে শার্ট সহ অন্যান্য প্রডাক্ট গুলো লাগেজ পার্টির হাত থেকে আসে। বোঝা গেল যে, এই পণ্য গুলোর কোন লাইসেন্স অথবা ট্যাক্স রিপোর্ট নেই। অবৈধ ভাবে দেশে আমদানি করা হয়েছে উক্ত পণ্য গুলো।অভিযানে দেখা মিলল একটি শার্ট বিক্রি হচ্ছে ১৯৫০০/- টাকায়, থাইল্যান্ড থেকে অবৈধ ভাবে আসা শার্টের মূল্য শুনে চোখ কপালে উঠেছে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের।
সর্বশেষ ভোক্তা অধিদপ্তরের অফিসারগন দোকান টিতে ৮৫০০০/- টাকা জরিমানা আদায় করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।