একজন বিসিএস ক্যাডার অন্যজন এমবিবিএস ডাক্তার
রাজশাহীর বাঘা তে দেখা মিলল দুই ভাইয়ের যার একজন বিসিএস ক্যাডার অন্যজন এমবিবিএস ডাক্তার, কিন্তু বিক্রি করছেন মিস্তি-বাতাশা ইত্যাদি।
বাবার ব্যবসার ঐতিহ্য কে ধরে রেখেছেন দুই ভাই। তারা বলেন আমরা বাবার এই ব্যবসা থেকেই এত দূর পযন্ত আসতে পেরেছি, তাই এই ব্যবসা কে ছোট চোখে দেখি না।
কর্মকে কখনো ছোট করে দেখা উচিৎ নয়, যুব সমাজের জন্য এটা হতে পারে উজ্জল দৃষ্টান্ত। দু'কলম লেখাপড়া শিখে কৃষকের সন্তান আর ক্ষেতখামারে যেতে চায় না কিন্তু উনারা ঠিক তার উল্টো কাজটি করেছেন! আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উনাদের।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।