৫ মে ২০২২ যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকায় নাসরিন আক্তার মুশকান নামের এক গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। হত্যাকারী যুবক জাহাঙ্গিরকে গেফতার করেছে যাত্রাবাড়ি পুলিশ। মুশকান ও জাহাঙ্গীর পরকীয়ায় লিপ্ত ছিল বলে ধারনা পুলিশের।
আরাবারি এলাকার একটি ফ্লাটে সময় কাটাতে এসেছিলেন মুশকান ও জাহাঙ্গীর। বন্ধু মামুনের ফ্লাটে আসা যাওয়া করতো মুশকান ও জাহাঙ্গীর, তাদেরকে একান্তে রেখে চলে যেত মামুন।
জানা যায় জাহাঙ্গীরের পুরুষাঙ্গ কেটে ফেলে মুশকান তারপর জাহাঙ্গীর মুশকান কে হত্যা করে। পুলিশ এসে দরজা ভেঙ্গে বের করে জাহাঙ্গীর ও নিহত মুশকানকে। তবে মেয়েটার সাহস আছে বলতে হয়, একটা ছেলের যৌনাঙ্গ কেটে নেওয়া চারটে খানি কথা না।
সবার আগে সুযোগ দানকারী ওই ভাড়াটিয়া মামুনের কঠিন শাস্তির জোর দাবি জানাই। তার কারণেই পরকীয়ার ঘটনা ঘটেছে ও একই সাথে হত্যাকান্ডও ঘটেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।