অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার দিকেই এগিয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অশনি’। পশ্চিমবঙ্গের মধ্যে ইতিমধ্যে শুরু হয়েছে প্রবল ঘূর্ণিঝড় যার ফলে কলকাতার বিভিন্ন শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। ঘূর্ণিঝড় মোকাবিলায় নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।
ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশের দিকে কতটুকু আঘাত হানবে টা এখনো জানা যায় নি। আজ দুপুরের মধ্যে জানা যাবে যে ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশের দিকে কিভাবে আসবে। তবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এর বিস্তার হতে পারে বলে ধারনা বিশেষজ্ঞদের।
তবে প্রস্তুতি গ্রহণ করা এবং সিগন্যাল এর অপেক্ষা করার কথা জানা গিয়েছে। ইতিমধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।