স্বামীর সাথে কলহের জের ধরে বিষ কিনতে গিয়েছিল রায়হানের দোকানে সিমা আক্তার, সেই থেকে সম্পর্ক এবং প্রেম-মেলামেশা। তবে এই পরক্রিয়ায় সম্পর্ক টিকে নি বেশি দিন।
ফন্দী করে স্বামীকে তালাক ও দিয়েছেন রায়হানের কথায়। তবে পরবর্তীতে রায়হান, সিমা আক্তার কে বিবাহ করবে না বলে জানিয়ে দেয়। এই নিয়ে সিমা আক্তার আত্মহত্যার চেষ্টা করে। তিনি এখন হাঁসপাতালে চিকিৎসাধীন আছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।