নিষিদ্ধে আনোয়ার বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন, যা যুক্তি সংগত এবং সবাই তাকে সাপোর্ট করেছেন। আনোয়ার লিখেছেন, ‘বিনোদনের নামে নোংরামিতে সব সময়ই বেস্ট ব্যাচেলর পয়েন্ট।
ব্যাচেলর পয়েন্ট নাটকে নানিকে অশ্লীল গালি, মদ খাওয়া, গালাগাল করা থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড প্রকাশ পেয়েছে।
সাধারণত জনগন এই নাটক আর দেখতে চান না। তাদের মন্তব্য নিন্মরূপঃ
১। ১ম সিজন মোটামুটি ঠিক ছিলো, কিন্তু পরের সিজন গুলো তে ফ্যামিলি নিয়ে দেখার মতো অবস্থা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে।
২। এত ভিউ হয় কারন এগুলা নাটক উঠতি বয়সের ছেলে ফেলেরা দেখে। তারা কি বুঝে ভালো খারাপের।তারা যা দেখে তাই শিখে। এজন্যই তাদের কে বুঝানোর জন্য বলা হচ্ছে যে এগুলা থেকে ভালো কিছু শিখার নাই। যেন না দেখে।
৩। বর্তমান তরুন প্রজন্ম যখন ইসলামের দিখে ধাবিত হচ্ছে বিভিন্ন ওয়াজ মাহফিল ইসলামিক সেমিনারের মাধ্যমে ঠিক এই সময়ে কিছু অসভ্য শিক্ষিত অসভ্য যাদের বলে, তারা আমাদের বর্তমান প্রজন্ম কে এই বিভিন্ন গালির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, যা সভ্য সমাজের কাছে কখনো গ্রহণ যোগ্য নয়।
নিজের মা বা অন্য জনের মাকে কিভাবে এমন অশ্রাব্য ভাষায় কথা বলতে পারে আর আমাদের অসুস্থ সমাজ ঐটাকে ট্রেন্ড হিসেবে মজা করে। একজন অন্য জনকে বলছি কতটা বিবেক বুদ্ধি লোভ পেলে এই ভাষা গুলো একজন সভ্য সমাজের মানুষ হয়ে একে অন্যকে বলা হয় তা আমার বুজে আসছেনা।
তাই সময়ের দাবি ভবিষ্যতে তরুন প্রজন্মকে একটি সুশীল সমাজ উপহার দেওয়ার লক্ষ্য এই সব অশ্লীল ভাষা শিক্ষা দেয় এমন নাটক গুলো বয়কট করা উচিত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।