আমি কয়েকটি কুরিয়ার সার্ভিস থেকে কীরকম সার্ভিস পেয়েছি সেটা পয়েন্ট আকারে তুলে ধরবো, যাতে আপনি খুব সহজই আপনর বেস্ট কুরিয়ার সার্ভিস টি বেছে নিতে পারেন।
১। স্টেডফাস্ট কুরিয়ারঃ স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট হোম ডেলিভারি কুরিয়ার। আমি অনান্য সব কুরিয়ার সার্ভিস থেকে মোটামুটি সার্ভিস পাওয়ার পর, যখন থেকে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস ব্যবহার শুরু করলাম তখন থেকেই আমাকে আর কোন সমস্যা পোহাতে হয়নি। পোস্টের শেষে একটা ভালো খবর আছে, পড়ে নিয়েন।
আসলে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন কাস্টমার ফোন করে বলে যে, প্রডাক্ট হাতে পাই নি। এটা সবচেয়ে কষ্টদায়ক, তখন মনে হয় যে ফোন অফ করে রাখি।
আপনি যদি চান ঢাকা থেকে জেলা শহর পর্যায়ে হোম ডেলিভারি করতে, তাহলে ২ দিন আর জেলা পর্যায় থেকে অনান্য জেলা পর্যায়ে ৩ দিনে হোম ডেলিভারি করতে পারবেন। নিজ জেলায় ৬-২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব।
এককথায় আপনি হোম ডেলিভারিতে স্টেডফাস্টের মতো অন্য কোন কুরিয়ার পাবেন না।
২। রেডেক্স কুরিয়ারঃ আমার পছন্দের একটা প্রতিষ্ঠান, তার কারন হলো এই রেডেক্স হলো শপআপ কোম্পানির আওতাধীন। আর শপআপ এর একটি সার্ভিস হলো শপআপ রিসেলার (যেটা এখন বন্ধ হয়ে গিয়েছে) যেটা তরুন উদোক্তাদের কোম ইনভেস্ট ছাড়া ব্যবসায়িক সকল কার্যক্রম করে দিয়েছে।
আচ্ছা এখন আসল কথা বলি। রেডেক্স কুরিয়ার কে যদি নাম্বারিং করি তাহলে এটাকে আমি স্টেডফাস্টের পরে রাখবো। স্টেডফাস্টে যা সময় লাগতো তার চেয়ে একদিন সময় বেশি নেয় রেডেক্স, কোন কোন সময় আরো বেশি সময় লেগে যায়, তাই রিস্ক আছে ৩০%।
৩। পেপারফ্লাই কুরিয়ারঃ সবচেয়ে বাজে এবং তিক্ত অভিজ্ঞতা যদি আমার থাকে, তাহলে সেটা পেপারফ্লাই কুরিয়ার নিয়েই। কারন আমি নিজে প্রমাণিত, ১০ তম দিনে হোম ডেলিভারি হওয়ার রেকর্ড আমি পেয়োছি এই প্রতিষ্ঠানেই। ৬-৭ টা পার্সেল দিয়েছিলাম একদিন, কোন পার্সেল ৭ দিন পর কোন পার্সেল ৯ দিন পর এবং কোনটা ১০ তম দিন ডেলিভারি হয়েছে। আমার কাস্টমার গুলো ভালো ছিলো, একজন বাদে সবাই পার্সেল রিসিভ করেছিল (আমার কপাল ভালো তাই নিয়েছে)।
আমি এত বাজে অবস্থায় পড়েছিলাম তখন, সেটা নিয়ে না হয় নাই বা বলি।
আচ্ছা এখন কিছু কথা বলবো যেটা আগে ছাড়া পড়ে গিয়েছে, সেটা হলোঃ স্টেডফাস্টে একটা ভালো সুবিধা আছে, সেটা হলো আপনি আপনার কন্ডিশনের টাকা জমিয়ে রাখতে পারবেন। ধরেন আপনি যদি আমার মতো হয়ে থাকেন যে, আপনার টাকা কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায়, সেটা আপনি নিজেই বোঝেন না। তাহলে আপনি আপনার কাস্টমার কে প্রডাক্ট পাঠানোর পর যেই টাকা টা কুরিয়ারে জমা হলো সেটা আপনি জমিয়ে জমিয়ে যখন বড় একটা এমাউন্ট হবে তখন তুলবেন। তাহলে আপনি টাকা টা কোন ভালো কাজে লাগাতে পারবেন।
ধন্যবাদ ভালো থাকবেন এবং কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।