সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

সারাদেশে হোম ডেলিভারি তে কোন কুরিয়ার বেস্ট | Best Home Delivery Courier in Bangladesh

সারাদেশে হোম ডেলিভারি তে কোন কুরিয়ার বেস্ট | Best Home Delivery Courier in Bangladesh
বাংলাদেশের ছোট-বড় সব উদোক্তা কুরিয়ার সার্ভিস নিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন। ব্যবসার শুরুতেই ভালো কুরিয়ার নির্বাচন না করলে, অনেক বড় লসের সম্মুখীন হতে হবে আপনাকে। যেহেতু আমি দীর্ঘদিন পর্যন্ত কুরিয়ার সার্ভিস ব্যবহার করে আসছি, তাই আমি আপনাকে সঠিক দিকনির্দেশনা দিতে পারবো। পরবর্তী তে আপনাকে কোন সমস্যা ফেস করতে হবে না।

আমি কয়েকটি কুরিয়ার সার্ভিস থেকে কীরকম সার্ভিস পেয়েছি সেটা পয়েন্ট আকারে তুলে ধরবো, যাতে আপনি খুব সহজই আপনর বেস্ট কুরিয়ার সার্ভিস টি বেছে নিতে পারেন।

১। স্টেডফাস্ট কুরিয়ারঃ স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট হোম ডেলিভারি কুরিয়ার। আমি অনান্য সব কুরিয়ার সার্ভিস থেকে মোটামুটি সার্ভিস পাওয়ার পর, যখন থেকে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস ব্যবহার শুরু করলাম তখন থেকেই আমাকে আর কোন সমস্যা পোহাতে হয়নি। পোস্টের শেষে একটা ভালো খবর আছে, পড়ে নিয়েন।

আসলে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন কাস্টমার ফোন করে বলে যে, প্রডাক্ট হাতে পাই নি। এটা সবচেয়ে কষ্টদায়ক, তখন মনে হয় যে ফোন অফ করে রাখি।

আপনি যদি চান ঢাকা থেকে জেলা শহর পর্যায়ে হোম ডেলিভারি করতে, তাহলে ২ দিন আর জেলা পর্যায় থেকে অনান্য জেলা পর্যায়ে ৩ দিনে হোম ডেলিভারি করতে পারবেন। নিজ জেলায় ৬-২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব।

এককথায় আপনি হোম ডেলিভারিতে স্টেডফাস্টের মতো অন্য কোন কুরিয়ার পাবেন না।

২। রেডেক্স কুরিয়ারঃ আমার পছন্দের একটা প্রতিষ্ঠান, তার কারন হলো এই রেডেক্স হলো শপআপ কোম্পানির আওতাধীন। আর শপআপ এর একটি সার্ভিস হলো শপআপ রিসেলার (যেটা এখন বন্ধ হয়ে গিয়েছে) যেটা তরুন উদোক্তাদের কোম ইনভেস্ট ছাড়া ব্যবসায়িক সকল কার্যক্রম করে দিয়েছে।

আচ্ছা এখন আসল কথা বলি। রেডেক্স কুরিয়ার কে যদি নাম্বারিং করি তাহলে এটাকে আমি স্টেডফাস্টের পরে রাখবো। স্টেডফাস্টে যা সময় লাগতো তার চেয়ে একদিন সময় বেশি নেয় রেডেক্স, কোন কোন সময় আরো বেশি সময় লেগে যায়, তাই রিস্ক আছে ৩০%।

৩। পেপারফ্লাই কুরিয়ারঃ সবচেয়ে বাজে এবং তিক্ত অভিজ্ঞতা যদি আমার থাকে, তাহলে সেটা পেপারফ্লাই কুরিয়ার নিয়েই। কারন আমি নিজে প্রমাণিত, ১০ তম দিনে হোম ডেলিভারি হওয়ার রেকর্ড আমি পেয়োছি এই প্রতিষ্ঠানেই। ৬-৭ টা পার্সেল দিয়েছিলাম একদিন, কোন পার্সেল ৭ দিন পর কোন পার্সেল ৯ দিন পর এবং কোনটা ১০ তম দিন ডেলিভারি হয়েছে। আমার কাস্টমার গুলো ভালো ছিলো, একজন বাদে সবাই পার্সেল রিসিভ করেছিল (আমার কপাল ভালো তাই নিয়েছে)।

আমি এত বাজে অবস্থায় পড়েছিলাম তখন, সেটা নিয়ে না হয় নাই বা বলি।

আচ্ছা এখন কিছু কথা বলবো যেটা আগে ছাড়া পড়ে গিয়েছে, সেটা হলোঃ স্টেডফাস্টে একটা ভালো সুবিধা আছে, সেটা হলো আপনি আপনার কন্ডিশনের টাকা জমিয়ে রাখতে পারবেন। ধরেন আপনি যদি আমার মতো হয়ে থাকেন যে, আপনার টাকা কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায়, সেটা আপনি নিজেই বোঝেন না। তাহলে আপনি আপনার কাস্টমার কে প্রডাক্ট পাঠানোর পর যেই টাকা টা কুরিয়ারে জমা হলো সেটা আপনি জমিয়ে জমিয়ে যখন বড় একটা এমাউন্ট হবে তখন তুলবেন। তাহলে আপনি টাকা টা কোন ভালো কাজে লাগাতে পারবেন। 

ধন্যবাদ ভালো থাকবেন এবং কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

 দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকটি দেশ মিলে নারীদের সাফ ফুটবলে চ্যাম্পিয়নশিপ পাওয়ায়, রাষ্ট্রীয় সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়েতো মিডিয়া ভাসিয়ে দিয়েছেন।   অথচ গতকাল সৌদি আরবে ৪১ তম কিং আবদুল আজিজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের মধ্যে বাংলাদেশের সালেহ আহমদ বিজয় ছিনিয়ে আনছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়ে আলোকোজ্জ্বল করেছেন। পাশাপাশি সালেহ আহমেদকে ১ লক্ষ সৌদি রিয়াল পুরস্কৃত করা হয়েছে যা বাংলাদেশ পরিমাণ প্রায় ২৮ লক্ষ টাকা ।  অথচ এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া সহ তেমন কারো প্রতিক্রিয়া দেখা যায়নি।

দেশী নগদে ৪০০ টাকা ক্যাশব্যাক | Nagad 400 Taka Cash Back

ক্রেডিট কার্ডের বিল নগদ-এ দিলেই বেশি লাভ। এখন আপনার মাস্টারকার্ড ক্রেডিট কার্ডটি নগদ-এ সেভ করে, বিল পেমেন্ট করলে পাচ্ছেন ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।  অফারটি চলবে ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত। বিস্তারিত: https://nagad.io/z0w #দেশি_নগদে_বেশি_লাভ

skybuybd.com | চায়না থেকে পণ্য আসবে ৭ দিনে

Skybuybd.com এমন একটি কোম্পানি, যারা চায়নার ২০ লক্ষের বেশি প্রডাক্ট আপনাকে এনে দিবে ৭ দিনে। কেজি প্রতি চার্জ হিসেবে। লাগবে না কোন এক্সটার্নাল চার্জ বা এলসি এবং ট্রেডমার্ক।