সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

ক্রাইম পেট্রোল দেখে অদিতা হত্যা | Crime Patrol

Crime Reporters
পুলিশকে জবানবন্দিতে রনি জানিয়েছেন, ভারতীয় টিভি সিরিয়াল ‘ক্রাইম পেট্রোল’ দেখার পর পরিকল্পনা করে অদিতাকে হত্যা করেন তিনি।

ক্রাইম পেট্রোল সিরিয়ালটি দেখে অনেক ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে।সমাজ যাচ্ছে ধ্বংসের দিকে।

ভারতীয় টিভি চ্যানেল গুলো দেখে, আমাদের দেশের নারীরা নষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে অনেক সংসার, আজকাল ভারতীয় টিভি চ্যানেল দেখে সেই সিস্টেমে মানুষ কে খুন করা হচ্ছে,খুব দুঃখজনক, এখন বাংলাদেশের পুলিশ আর সিআইডির উচিত ঐ একইভাবে তদন্ত কার্যকর করা।

ক্রাইম পেট্রোল এজন্যই আমি পছন্দ করিনা।খারাপ জিনিস গুলো মানুষ অণুসরন করে বেশি।সব সময় মাথায় জঘন্য চিন্তা ভাবনা কাজ করে।এ ধরনের চ্যানেল বন্ধ করা উচিত।

সিরিয়াল গুলোতে শুধু অপরাধ টাই সুন্দর করে হাতে কলমে দেখানো হয়। কিন্তু শাস্তি টা দেখানো হয়না।শুধুমাত্র এরেস্ট হওয়া পর্যন্তই। এসব অনুষ্ঠান বিকৃত চিন্তা চেতনার মানুষের মস্তিষ্ক আরও বিকৃত করে দেয় ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দেশী নগদে ৪০০ টাকা ক্যাশব্যাক | Nagad 400 Taka Cash Back

ক্রেডিট কার্ডের বিল নগদ-এ দিলেই বেশি লাভ। এখন আপনার মাস্টারকার্ড ক্রেডিট কার্ডটি নগদ-এ সেভ করে, বিল পেমেন্ট করলে পাচ্ছেন ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।  অফারটি চলবে ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত। বিস্তারিত: https://nagad.io/z0w #দেশি_নগদে_বেশি_লাভ

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

 দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকটি দেশ মিলে নারীদের সাফ ফুটবলে চ্যাম্পিয়নশিপ পাওয়ায়, রাষ্ট্রীয় সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়েতো মিডিয়া ভাসিয়ে দিয়েছেন।   অথচ গতকাল সৌদি আরবে ৪১ তম কিং আবদুল আজিজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের মধ্যে বাংলাদেশের সালেহ আহমদ বিজয় ছিনিয়ে আনছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়ে আলোকোজ্জ্বল করেছেন। পাশাপাশি সালেহ আহমেদকে ১ লক্ষ সৌদি রিয়াল পুরস্কৃত করা হয়েছে যা বাংলাদেশ পরিমাণ প্রায় ২৮ লক্ষ টাকা ।  অথচ এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া সহ তেমন কারো প্রতিক্রিয়া দেখা যায়নি।

skybuybd.com | চায়না থেকে পণ্য আসবে ৭ দিনে

Skybuybd.com এমন একটি কোম্পানি, যারা চায়নার ২০ লক্ষের বেশি প্রডাক্ট আপনাকে এনে দিবে ৭ দিনে। কেজি প্রতি চার্জ হিসেবে। লাগবে না কোন এক্সটার্নাল চার্জ বা এলসি এবং ট্রেডমার্ক।