সাইটম্যাপ খুবই সাধারণ একটি প্রসেস, যার মাধ্যমে আমাদের ব্লগের সব লিংকগুলো সংরক্ষণ করা থাকে। অর্থাৎ যদি আপনি আপনার ব্লগের জন্য সাইটম্যাপ তৈরি করেন, তাহলে আপনার পরবর্তী সব নতুন পোস্ট এবং পেজেস গুলোর লিংক সাইটম্যাপ ফোল্ডারে যুক্ত হবে।
একবার যদি আপনি সাইটম্যাপ সাবমিট করেন তাহলে দ্বিতীয় বার আপনাকে সাইটম্যাপ আপডেট করতে হবে মা। কারন গুগল বট এটা অটোমেটিক করে দেয়।
অনেকেই সার্চ কনসোলের সাইটম্যাপ অপশনে কয়টি পেজ দাখিল হলো সেটা নিয়ে চিন্তিত হয়ে যান। মনে করেন যে আর বুঝি নতুন পোস্ট সাবমিট হচ্ছে না। কিন্তুু আপনার ধারনাটি ভুল, সাইটম্যাপের মেজর কোন কাজ নেই।
সাইটম্যাপ ইনডেক্সিং এ অথবা রেংকিং এ কোন সাহায্য করে না। এটা খুবই সাধারণ একটি প্রসেস যেটা নিয়ে কোন চিন্তা করার কারন নেই।
তাই আপনি ব্লগার ব্লগস্পটের জন্য একবার সার্চ কনসোলে সাইটম্যাপ আপলোড করলেই হবে, সেদিকে আর আপনাকে তাকাতে হবে না। ধন্যবাদ, আশা করি বিষয় টা বুঝতে পেরেছেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্স আপনার জন্য উন্মুক্ত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।