আকদ হুকুমার ভিসা কেমনঃ
দেশের উশৃঙ্খল পোলাপান গুলারে কুয়েতে আকদ হুকুমা ভিসায় এনে ছেড়ে দিলে একদম সোজা জিম্মাদারি লোক হয়ে বাংলাদেশে যাবে। 😐
ভাই আপনি আসলে আমার কোন লাভ ক্ষতি নেই। শুধু ইনশানিয়াত থেকে বলছি আকদ ভিসায় আইসেন না।
ভাইরে এরা শুনবে না । আসতে দেন তারপরে মজা বুঝবে।
আকদ হুকুমার ভিসায় কি কাজঃ
এটা আব্দুল হামিদ কোম্পানির আকুদ হুকুমাতের ভিসা। বলদিয়ার কাজের কনট্যাক্টে আনতেছে। আসার পর তাদের হাতে থাকা যেকোন কাজে লাগাবে।
দুরন্ত ছেলে গুলো এইধরনের কোং গুলোতে আসার পর একেবারে শান্ত ভদ্র হয়ে যায়।
আকদ হুকুমার ভিসায় আসার আগে জানুনঃ
সময় থাকতে সিদ্ধান্ত নেন। আমি কিছু বলবো না। শুধু এতটুকু বলবো কুয়েতে আসতে হলে সোন আহলিয়া ভিসা ভালো তবে এক লাখের উপরে খরছ করা যাবে না আর বেসিক বেতন হতে হবে ১২০ থেকে ১৫০ দিনার ৮ ঘন্টা ডিউটি। এর ব্যাতিক্রম হলে সারাজীবনের জন্য ভুল করবেন। এইবার আপনি সিদ্ধান্ত নিন।
আকদ হুকুমার ভিসা মানে ফাঁদে পরিয়া বঘা কান্দে ভিসা।
ছবিঃ আব্দুল হামিদ কোম্পানির আকদ হুকুমার ভিসা। |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।