সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা

Passport and immigration news bd


 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ই-৭, আগারগাঁও, ঢাকা-১২০৭ www.dip.gov.bd


২৫ আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ ।

তারিখঃ ১০ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ।

নংঃ 58.01.0000.101.06.025.19 - 22

সভার নোটিশঃ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা আগামী ১৩/১০/২০২২ খ্রিঃ

১২.০০ ঘটিকায় বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, আগারগাঁও, ঢাকার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রধান কার্যালয়, পার্সোনালাইজেশন সেন্টার, ডাটা সেন্টার, পাসপোর্ট অফিস ঢাকা সেনানিবাস, পাসপোর্ট অফিস সচিবালয়, পার্সোনালাইজেশন কমপ্লেক্স উত্তরা, ঢাকার কর্মকর্তাগণ এবং সকল বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস এর সকল কর্মকর্তাগণকে অংশগ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

সভায় অংশগ্রহণকারীগণ বিধি মোতাবেক টিএ/ডিএ প্রাপ্য হবেন। সভায় উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা থাকবে।

মোঃ শিহাব উদ্দিন খান।

পরিচালক (প্রশাসন ও অর্থ) মহাপরিচালকের পক্ষে।

dadmin@passport.gov.bd

বিতরণ (কার্যার্থে)(জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):

প্রকল্প পরিচালক, বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন শীর্ষক প্রকল্প, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা (উপযুক্ত প্রতিনিধিসহ সভায় উপস্থিত থাকার অনুরোধসহ)।

প্রকল্প পরিচালক, ভবন নির্মাণ প্রকল্প, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা। অতিরিক্ত মহাপরিচালক (মাসবা ও অর্থ), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

পরিচালক, (প্রশাসন ও অর্থ/পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন / পার্সোনালাইজেশন সেন্টার), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা।

পরিচালক, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস।

সিস্টেম এনালিস্ট, ডাটা সেন্টার, প্রধান কার্যালয়, ঢাকা (ডাটা সেন্টারের কর্মকর্তাগণকে অবহিতকরণ এবং নোটিশটি ওয়েবসাইটে প্রকাশ করার জন্য অনুরোধ করা হলো)।

উপপরিচালক, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা/আঞ্চলিক পাসপোর্ট অফিস,

উপপরিচালক, ভিসা সেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।

সহকারী পরিচালক, আঞ্চলিক পাসপোর্ট অফিস।

উপপরিচালক (পার্সোনালাইজেশন সেন্টার/প্রশাসন/অর্থ ও নিরীক্ষা /সংস্থাপন/পাসপোর্ট/ভিসা/ডাটা সেন্টার/উন্নয়ন/প্রশিক্ষণ ও কর্মসম্পাদন ব্যবস্থাপনা), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা।

মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার, ইকুইপমেন্ট এন্ড মেইন্টেন্যান্স শাখা, প্রধান কার্যালয়, ঢাকা (সাব-এসিস্ট্যান্ট মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ারদের অবগত করার অনুরোধসহ)।

প্রোগ্রামার, ডাটা সেন্টার, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা।

সহকারী পরিচালক (প্রশাসন/সংস্থাপন/সিআরআই / ডেমোগ্রাফি / ডাটা কারেকশন/ভিসা/পাসপোর্ট/উন্নয়ন/পরিকল্পনা ও প্রশিক্ষণ), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা।

সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা।

ব্যক্তিগত সহকারী, মহাপরিচালক/অতিরিক্ত মহাপরিচালক (মাসব্য ও অর্থ/পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা।

সদয় (জ্ঞাতার্থে):

সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (দু: আ: উপসচিব বহি-৪)।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

 দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকটি দেশ মিলে নারীদের সাফ ফুটবলে চ্যাম্পিয়নশিপ পাওয়ায়, রাষ্ট্রীয় সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়েতো মিডিয়া ভাসিয়ে দিয়েছেন।   অথচ গতকাল সৌদি আরবে ৪১ তম কিং আবদুল আজিজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের মধ্যে বাংলাদেশের সালেহ আহমদ বিজয় ছিনিয়ে আনছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়ে আলোকোজ্জ্বল করেছেন। পাশাপাশি সালেহ আহমেদকে ১ লক্ষ সৌদি রিয়াল পুরস্কৃত করা হয়েছে যা বাংলাদেশ পরিমাণ প্রায় ২৮ লক্ষ টাকা ।  অথচ এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া সহ তেমন কারো প্রতিক্রিয়া দেখা যায়নি।

দেশী নগদে ৪০০ টাকা ক্যাশব্যাক | Nagad 400 Taka Cash Back

ক্রেডিট কার্ডের বিল নগদ-এ দিলেই বেশি লাভ। এখন আপনার মাস্টারকার্ড ক্রেডিট কার্ডটি নগদ-এ সেভ করে, বিল পেমেন্ট করলে পাচ্ছেন ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।  অফারটি চলবে ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত। বিস্তারিত: https://nagad.io/z0w #দেশি_নগদে_বেশি_লাভ

skybuybd.com | চায়না থেকে পণ্য আসবে ৭ দিনে

Skybuybd.com এমন একটি কোম্পানি, যারা চায়নার ২০ লক্ষের বেশি প্রডাক্ট আপনাকে এনে দিবে ৭ দিনে। কেজি প্রতি চার্জ হিসেবে। লাগবে না কোন এক্সটার্নাল চার্জ বা এলসি এবং ট্রেডমার্ক।