
সাতার কমিটি জানান ২০-৫৫ বছর বয়সী ১৩ জন অংশগ্রহণ করেন, তবে ১১ জন জেতে পারেন তাদের লক্ষে। ১১ জনের নামের তালিকা হলঃ মাসুদ রানা, ফেরদৌস আলম, মনির হায়দার, আল আমিন আশিক, শুভ্র কামাল, শরীফ ফয়সাল, এরশাদ খান, মনির হোসেন, মোহাম্মদ হাসান, মাহবুব ও মো. বদরুউদ্দিন।
অংশগ্রহণকারী নাসিম ও হাসান ঢেউ এর কারনে বাঁধা পাওয়ার কারনে পার হতে পারেন নি। ১১ জনকে সনদ তুলে দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।