
জুতা রপ্তানিতে জোয়ার বইছে আমাদের দেশে। গত ৯ মাসে ৩১% আয় বেড়ে ৮৮ কোটি ডলারে উঠেছে যা বাংলাদেশের জন্য অন্যতম একটি মাইল ফলক। জানা যায় চায়না, ভারত বাদ দিয়ে বাংলাদেশ থেকে জুতা আমদানি করছেন বিদেশী সব রাষ্ট্র। চাপ বেড়ে যাওয়ার ফলে জুতা কারখানার মালিকগন তাদের কারখানাগুলো আরো বড় করছেন বলে জানা যায়। তারা জানান বিশ্ব বাজারে জুতা রপ্তানি বাড়াতে এবং শক্ত অবস্থান নিতে যোগ্য শ্রমিক ও এক্সেসরিস শিল্পকে গড়ে তুলতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।