শনিবার (৭ মে) নিজ বাসস্থানে একটি টেবিলের সাথে আকস্মিক ভাবে ধাক্কা লেগে পায়ে কাচের একটি টুকরার সাথে আঘাত পায় জাতীয় দলের খেলোয়ার মাশরাফি। এসময় দুর্ত তাকে হাঁসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেন তার পায়ে গুঁড়তর আঘাত পাওয়ায় তার পায়ে ১৭ টি সেলাই করা হয়। এমতবস্থায় তাকে হাঁসপাতালে ভর্তি করানো হয়েছে এবং তিনি রেস্টে আছেন।
মাশরাফি সকলের কাছে দোয়া কামনা করেছেন, জেন আল্লাহ তাকে খুব দুর্ত সুস্থ করে দেয়। পরবর্তী খেলাগুলো খেলতে পারবেন কিনা টা এখনো জানা যায় নি। তবে মাশরাফি চান তিনি জেন খুব দুর্ত সুস্থ হয়ে আবারো খেলায় অংশগ্রহণ করতে পারেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।