সঠিক হিসাব মতে ফুডপান্ডা রাইডার দেরকে তাদের কাজের অনুপাতে বেতন দেওয়া হয়।
কয়টি ডেলিভারি করা হলো এবং কর দূরত্বে করা হলো এসব মিলিয়ে একেকটি ফুড ডেলিভারিতে একেক ধরনের টাকা ডেলিভারি ম্যানদেরকে দেওয়া হয়।
ধরুন ৪ কিলোমিটার দূরে একটি খাবার ডেলিভারি করা হলে ২০ টাকা পাবে ডেলিভারি ম্যান। সেই হিসেবে ৬ কিলোমিটার দূরত্বে ৩০ টাকা পাবে রাইডার।
ফুডপান্ডা অফিসিয়াল পেজ থেকে জানান যায়, একজন খাবার ডেলিভারিতে সাইকেল চালিয়ে মাসে ১৫ হাজার টাকা ইনকাম করতে পারেন। যেখানে মোটরসাইকেল নিয়ে যেসব লোকজন কাজ করবে তারা ২০-২৫ হাজার টাকা ইনকাম করতে পারেন।
কখনো কম-বেশি ইনকাম হয়ে থাকে, যেমন কোনদিন খাবার অর্ডার বেশি আসলে রাইড ও বেশি আসবে। আর যত রাইড বেশি হবে, ততই ইনকাম বাড়তে থাকবে।
কোন কোন স্থানে খাবার কম অর্ডার হয়, তাই সেই সব এলাকাতে রাইডারদের ইনকাম সীমিত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।