পটুয়াখালীতে ৫ বছর যাবত শিকলে বন্দী আছেন এক কিশোরী শারমিন। শারমিন মানসিক ও বাক প্রতিবন্ধি। অসহায় পিতা-মাতা তাকে তার সমস্যার জন্য এভাবে বন্দী করে রাখেন কখনো ঘরে, গাছের সাথে এবং আঙিনায়। শারমিনের পিতাঃ মোঃ আলম ও মাতাঃ হালিমা বেগম বাস করেন পটুয়াখালীর কাশফুল গ্রামে। শারমিনের জন্ম ২০০৯ সালে।
ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারন সম্পাদক মুনিরা ইয়াসমিন জানান, সঠিক চিকিৎসা প্রদান করলে শারমিনকে সুস্থ করে তোলা সম্ভব। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি শারমিন ও তার পরিবার কে কথা দিয়েছে যে তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা তারা নিবে এবং তাদের পাশে থাকবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।