পোস্ট করি কিন্তুু পোস্ট ইনডেক্স হয় না। সাইটম্যাপ সাবমিট করলে সব পোস্ট সাবমিশন হয় না। সাইটম্যাপে পেজের জন্য কোনটা দিব।
এই সব সমস্যার সমাধান হবে! কারন ব্লগার ব্লগস্পটে বেশি ঝামেলা নাই। বুঝতে পারলেই হবে, নিজে থেকে এক্সপেরিমেন্ট করলে এমনিতেই সব জেনে যাবেন।
আমাদের কোন ব্লগ চালু করার পর, সবার প্রথম কাজ হলো সাইটের টেমপ্লেট আপডেট করা। অনেক পোস্ট করলেন, শেষে এসে টেমপ্লেট পাল্টাচ্ছেন এতে করে সাইট ডাউন হয়ে যাবে।
তাই প্রথমেই ভালো একটি টেমপ্লেট বাছাই করবেন। খেয়াল রাখবেন যেন রেসপনসিভ হয় এবং ইউসার ফ্রেন্ডলি হয়। তাহলে পরবর্তী তে আবার পাল্টাতে হবে না।
যাই হোক এখন আসি কাজের কথায়, অনেকেই দেখবেন atom.xml বা অনান্য সাইটম্যাপ সাবমিট করে, যার ফলে কিছু পোস্ট এড হয় বাদবাকি হয় না।
তাই এই সমস্যা সমাধানের জন্য বেছে নিতে হবে এমন একটি SITEMAP FOR BLOGGER BLOGSPOT যেটা সবগুলো পোস্ট কে সাবমিট করবে এবং ইনডেক্স করবে।
নিচে পোস্ট এবং পেজের জন্য আলাদা আলাদা সাইটম্যাপ দেওয়া হচ্ছে। যেটা সাবমিট করলে আপনার সবগুলো পোস্ট এড হবে এবং পেজ সবগুলো এড হবে।
এই সাইটম্যাপ SITEMAP.XML পোস্টের জন্য। |
এই সাইটম্যাপ ব্লগের পেজের জন্য। |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।