বাংলাদেশের নাটক মহলটি খুবই মার্জিত, যদিও বেশকিছু নাটকে অশ্লীলতা চলে এসেছে। ভালো নাটক আগে এবং এখন সবাই দেখে এবং দেখবে।
জনপ্রিয় একটি নাটকের নাম `গাঁয়ের মেয়ে শহরের ছেলে` যেটা এতটাই জনপ্রিয় যে, এই নাটকের ১০ নং এপিসোড বের হয়েছে ২৩ সেপ্টেম্বর। প্রথম এপিসোড থেকেই এই নাটক সবার কাছেই বেশ জনপ্রিয় হয়েছে।
নাটকটি সপরিবারে দেখার মতো, কোন অশ্লীলতার ছোয়া নেই এই এবং গালাগালি ও নেই। বিশেষ করে উঠতি বয়সের তরুনীরা বেশি দেখে এই নাটক।
গাঁয়ের দুষ্ট মেয়ে এবং শহরের ভদ্র ছেলের এমন একটি কাহিনি, যেটা একটার পর একটা সংলাপের মাধ্যমে চলতেই থাকে। সবাই অধীর আগ্রহে বসে থাকে এই নাটকের জন্য এবং দারুণ এক্সাইটেড বিষয় টা নিয়ে যে কখন শেষ পর্ব আসবে। শেষে এই নাটকের কী হবে। গাঁয়ের মেয়ে কী শহরের ছেলের সাথে মানিয়ে নিতে পারবে? শহরের ছেলে কী একসাথে নিয়ে চলবে গাঁয়ের মেয়েকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।