সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

বিকাশ (PRA) একাউন্ট । Personal Retail Account

বিকাশ (PRA) একাউন্ট

সময় বাঁচিয়ে কোনো বাড়তি ঝামেলা ছাড়াই দৈনন্দিন লেনদেন সিম্পল করছে বিকাশ-এর পার্সোনাল রিটেইল একাউন্ট (PRA)। সুবিধা পেয়ে ব্যবসায়ীরা অনেকেই একে অপরকে অনুপ্রাণিত করছেন PRA একাউন্ট ব্যবহারের জন্য। রফিকুল ইসলাম, স্বত্বাধিকারী, ব্র্যান্ড সুজ, তাদেরই একজন। 

ব্র্যান্ড সুজ-এর পেইজ লিংক: www.facebook.com/Brand-Shoes-102977762385662/

বর্তমানে পিআরএ একাউন্টের জন্য ঠিকানা ভেরিফিকেশন প্রযোজ্য নয়। পাশাপাশি এখন থেকে আপনি পিআরএ একাউন্ট খোলার পরপরই একই ট্রানজেকশন লিমিট পাবেন।

পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে আপনার বৈধ জাতীয় পরিচয়পত্র, আপনার নিজ নামে নিবন্ধিত একটি বৈধ মোবাইল নাম্বার যাতে কোন বিকাশ একাউন্ট ইতিমধ্যে খোলা নেই এবং সিম কার্ডের মালিকানার প্রমাণপত্র প্রয়োজন হবে। আপনি সেলফ অনবোর্ডিং টুলের মাধ্যমে পার্সোনাল রিটেইল একাউন্ট রেজিস্ট্রেশন এর জন্য https://account.bkash.com/personal-retail.../registration/ লিঙ্কটিতে প্রবেশ করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন। 

এছাড়াও ফেসবুকে বিকাশ ফর বিজনেস পেজ (https://www.facebook.com/bkashforbusiness) থেকে সাইন আপ অপশন ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারেন।
বিস্তারিত তথ্যের জন্য পেজ-এর টিউটোরিয়াল ভিডিও দেখুন :https://fb.watch/6BekDYxNfq/

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দেশী নগদে ৪০০ টাকা ক্যাশব্যাক | Nagad 400 Taka Cash Back

ক্রেডিট কার্ডের বিল নগদ-এ দিলেই বেশি লাভ। এখন আপনার মাস্টারকার্ড ক্রেডিট কার্ডটি নগদ-এ সেভ করে, বিল পেমেন্ট করলে পাচ্ছেন ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।  অফারটি চলবে ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত। বিস্তারিত: https://nagad.io/z0w #দেশি_নগদে_বেশি_লাভ

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

 দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকটি দেশ মিলে নারীদের সাফ ফুটবলে চ্যাম্পিয়নশিপ পাওয়ায়, রাষ্ট্রীয় সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়েতো মিডিয়া ভাসিয়ে দিয়েছেন।   অথচ গতকাল সৌদি আরবে ৪১ তম কিং আবদুল আজিজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের মধ্যে বাংলাদেশের সালেহ আহমদ বিজয় ছিনিয়ে আনছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়ে আলোকোজ্জ্বল করেছেন। পাশাপাশি সালেহ আহমেদকে ১ লক্ষ সৌদি রিয়াল পুরস্কৃত করা হয়েছে যা বাংলাদেশ পরিমাণ প্রায় ২৮ লক্ষ টাকা ।  অথচ এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া সহ তেমন কারো প্রতিক্রিয়া দেখা যায়নি।

skybuybd.com | চায়না থেকে পণ্য আসবে ৭ দিনে

Skybuybd.com এমন একটি কোম্পানি, যারা চায়নার ২০ লক্ষের বেশি প্রডাক্ট আপনাকে এনে দিবে ৭ দিনে। কেজি প্রতি চার্জ হিসেবে। লাগবে না কোন এক্সটার্নাল চার্জ বা এলসি এবং ট্রেডমার্ক।