সময় বাঁচিয়ে কোনো বাড়তি ঝামেলা ছাড়াই দৈনন্দিন লেনদেন সিম্পল করছে বিকাশ-এর পার্সোনাল রিটেইল একাউন্ট (PRA)। সুবিধা পেয়ে ব্যবসায়ীরা অনেকেই একে অপরকে অনুপ্রাণিত করছেন PRA একাউন্ট ব্যবহারের জন্য। রফিকুল ইসলাম, স্বত্বাধিকারী, ব্র্যান্ড সুজ, তাদেরই একজন।
ব্র্যান্ড সুজ-এর পেইজ লিংক: www.facebook.com/Brand-Shoes-102977762385662/
বর্তমানে পিআরএ একাউন্টের জন্য ঠিকানা ভেরিফিকেশন প্রযোজ্য নয়। পাশাপাশি এখন থেকে আপনি পিআরএ একাউন্ট খোলার পরপরই একই ট্রানজেকশন লিমিট পাবেন।
পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে আপনার বৈধ জাতীয় পরিচয়পত্র, আপনার নিজ নামে নিবন্ধিত একটি বৈধ মোবাইল নাম্বার যাতে কোন বিকাশ একাউন্ট ইতিমধ্যে খোলা নেই এবং সিম কার্ডের মালিকানার প্রমাণপত্র প্রয়োজন হবে। আপনি সেলফ অনবোর্ডিং টুলের মাধ্যমে পার্সোনাল রিটেইল একাউন্ট রেজিস্ট্রেশন এর জন্য https://account.bkash.com/personal-retail.../registration/ লিঙ্কটিতে প্রবেশ করে পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন।
এছাড়াও ফেসবুকে বিকাশ ফর বিজনেস পেজ (https://www.facebook.com/bkashforbusiness) থেকে সাইন আপ অপশন ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারেন।
বিস্তারিত তথ্যের জন্য পেজ-এর টিউটোরিয়াল ভিডিও দেখুন :https://fb.watch/6BekDYxNfq/
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।