সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমার হোস্টার | Amar Hoster Website Development Review

 

কম মূল্যে ভালো ওয়েবসাইট বানিয়ে ঠকছেন না তো?

বিজনেস কিংবা স্টেটাস উপস্থাপন করার জন্য ই-কমার্স, কর্পোরেট, পার্সোনাল এবং প্রফেশনাল ওয়েবসাইট অবশ্যই প্রয়োজন। এই কাজ করার জন্য আমরা ভালো কোম্পানি গুলো খুজে বের করি।

৫০০/- টাকায় অনেকেই ওয়েবসাইট বানিয়ে দেয়, ভাবতে অবাক লাগছে না? আপনি লক্ষ টাকার বিজনেস মডেল দার করাবেন ৫০০/- টাকার ভিওির উপরে!

এইসব ৫০০/- টাকার ওয়েবসাইটে কী পাবেন?

ক্র্যাক থীম, ইললিগ্যাল প্লাগিন, কপি স্ক্রীপ্ট। যার ফলে ওয়েবসাইট হ্যাক হয়ে যায়, চুরি হয় ডাটাবেইজ এবং আপনি সর্বশান্ত হয়ে পড়েন। এমন বিড়ম্বনার শিকার হতে না চাইলে কী করতে হবে? চলুন দেখে নেই।

অনিরাপদ হোস্টিং এবং সিকিউরিট বিহীন সাইটগুলো কিছুদিন পর অচল হয়ে যায়। ভিজিটর চলে যায়, লাভ না হয়ে লসের সম্মুখীন হতে হয়।

ℹ️ আমার রেকমেন্ড করা আমার হোস্টার থেকে ওয়েবসাইট তৈরি করবেন! আগে বলছি কেন করবেন?

মূল কারন আগে বলি, আমার হোস্টার থেকে পাবেন লাইসেন্স সহ থিম, প্লাগিন এবং সঠিক ও ভালো সিকিউরিটি সহ ডোমেইন ও হোস্টিং। যার ফলে আপনি এবং আপনার ডাটাবেইজ সুরক্ষিত থাকবে আজীবন। অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ডিজাইনার এবং ডেভেলপার দ্বারা পরিচালনা করা হবে আপনার প্রিয় ওয়েবসাইট। থাকবে লাইফটাইম সাপোর্ট সুবিধা, যা অন্য কোথাও পাবেন না।

— রেস্পন্সিভ প্রিমিয়াম ডিজাইন থিম

— ১০০% জেনুইন লাইসেন্স

— কাস্টমাইজেশন সাপোর্ট সুবিধা

— SEO ফ্রেন্ডলি সাইট

— ৫ জিবি হোস্টিং ও ডোমেইন নেইম

— ৩ মাস সাপোর্ট

— ওয়েবসাইট ব্যাকাপ


ℹ️ ওয়েবসাইট এর জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা ভালো হবে? 

আমার হোস্টার WordPress ও WooCommerce ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে। যাদের ব্লগ বা সাধারণ ওয়েবসাইট তারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করলেই চলবে এবং স্টোর সেটাপ করার জন্য WooCommerce সিস্টেম ও থাকবে।

WordPress ব্যবহারে আপনি ভালো ইউজার এক্সপেরিয়েন্স পাবেন, কারন সুন্দর ডিজাইন এবং সহজ ভাবে সাইট ডেভেলপ করতে পারবেন। নতুন আপডেট গুলো সহজেই যুক্ত করতে পারবেন, এবং আপডেটেড থাকতে পারবেন সবসময়।

 আমার হোস্টার আপনার সকল কাজ খুব সহজেই করে দিবে দক্ষ ডেভেলপার দিয়ে। তাই আজই যোগাযোগ করুন।

ডেমো দেখতে ভিজিটঃ

https://site.amarhoster.com/

Facebook page: https://www.facebook.com/amarhoster

Call: +88 09696905013

WhatsApp: +880 1762-905013

Email: info@amarhoster.com

#website #domain #hosting #server #ecommerce

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

 দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকটি দেশ মিলে নারীদের সাফ ফুটবলে চ্যাম্পিয়নশিপ পাওয়ায়, রাষ্ট্রীয় সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়েতো মিডিয়া ভাসিয়ে দিয়েছেন।   অথচ গতকাল সৌদি আরবে ৪১ তম কিং আবদুল আজিজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের মধ্যে বাংলাদেশের সালেহ আহমদ বিজয় ছিনিয়ে আনছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়ে আলোকোজ্জ্বল করেছেন। পাশাপাশি সালেহ আহমেদকে ১ লক্ষ সৌদি রিয়াল পুরস্কৃত করা হয়েছে যা বাংলাদেশ পরিমাণ প্রায় ২৮ লক্ষ টাকা ।  অথচ এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া সহ তেমন কারো প্রতিক্রিয়া দেখা যায়নি।

দেশী নগদে ৪০০ টাকা ক্যাশব্যাক | Nagad 400 Taka Cash Back

ক্রেডিট কার্ডের বিল নগদ-এ দিলেই বেশি লাভ। এখন আপনার মাস্টারকার্ড ক্রেডিট কার্ডটি নগদ-এ সেভ করে, বিল পেমেন্ট করলে পাচ্ছেন ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।  অফারটি চলবে ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত। বিস্তারিত: https://nagad.io/z0w #দেশি_নগদে_বেশি_লাভ

skybuybd.com | চায়না থেকে পণ্য আসবে ৭ দিনে

Skybuybd.com এমন একটি কোম্পানি, যারা চায়নার ২০ লক্ষের বেশি প্রডাক্ট আপনাকে এনে দিবে ৭ দিনে। কেজি প্রতি চার্জ হিসেবে। লাগবে না কোন এক্সটার্নাল চার্জ বা এলসি এবং ট্রেডমার্ক।