সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

পাসপোর্ট স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম

স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
পসপোর্টের আবেদন করার পর পাসপোর্ট অফিস থেকে নিচের এই রকম স্লিপ পাবেন। 
Passport check pic

যার মধ্যে আপনার সব তথ্য গুলো লিপিবদ্ধ করা থাকবে। আপনি সেখানে তথ্য গুলো সঠিক কি না তা যাচাই করতে পারবেন। কোন ভুল থাকলে তা সংশোধন করতে হবে।

আপনার পাসপোর্টের আবেদন করার শেষ ধাপে ফিংগারপ্রিন্ট এবং ছবি তোলা হলে আপনাকে যেই স্লিপ টি দেওয়া হবে সেই স্লিপের মাধ্যমে আপনি জানতে পারবেন যে, আপনার পাসপোর্ট কোথায় এবং কবে আসবে। পাসপোর্টের আবেদনের সব ধাপগুলো এক এক করে সম্পূর্ণ হওয়ার স্ট্যেটাস আপনি জানতে পারবেন।

প্রথমত আপনাকে এই লিংকে প্রবেশ করতে হবেঃ পাসপোর্ট চেক

আপনি নিচের ছবিটির মতো ওয়েবসাইটে প্রবেশ করার পরঃ

Passport check bd site

আপনার পাসপোর্ট এপ্লিকেশনের স্লিপের মধ্যে অনলাইন রেজিষ্ট্রেশন আইডি নাম্বার পাবেন নিচের ছবিতে মার্ক করা লাইনের নাম্বার টি Application ID তে বসাবেন 

Passport delivery sleep

এবং আপনার সঠিক জন্মতারিখটি নিচে বসাবেন এবং I am human চেক বক্সে প্রেস করবেন, এবং ভেরিফাই করবেন যে আপনি রোবট নন। তারপর চেক এ প্রেস করবেন তাহলেই আপনার পাসপোর্ট কোথায় এবং কবে আসবে সব তথ্য পেয়ে যাবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একজন বিসিএস অন্যজন এমবিবিএস । Father Business

একজন বিসিএস ক্যাডার অন্যজন এমবিবিএস ডাক্তার রাজশাহীর বাঘা তে দেখা মিলল দুই ভাইয়ের যার  একজন বিসিএস ক্যাডার অন্যজন এমবিবিএস ডাক্তার, কিন্তু বিক্রি করছেন মিস্তি-বাতাশা ইত্যাদি। বাবার ব্যবসার ঐতিহ্য কে ধরে রেখেছেন দুই ভাই। তারা বলেন আমরা বাবার এই ব্যবসা থেকেই এত দূর পযন্ত আসতে পেরেছি, তাই এই ব্যবসা কে ছোট চোখে দেখি না। কর্মকে কখনো ছোট করে দেখা উচিৎ নয়, যুব সমাজের জন্য এটা হতে পারে উজ্জল দৃষ্টান্ত। দু'কলম লেখাপড়া শিখে কৃষকের সন্তান আর ক্ষেতখামারে যেতে চায় না কিন্তু উনারা ঠিক তার উল্টো কাজটি করেছেন! আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উনাদের।

হিরো আলম কী সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন | Hero Alam

আগামী বছর জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে হিরো আলম মিডিয়াতে এখনো কোন কথা বলেন নাই। তবে তার কথা থেকে ধারনা নেওয়া হয়েছে যে, তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। গুলশানের নির্বাচনে তার উপর ঘটে যাওয়া ঘটনায় তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে, তিনি হতাশ। কারন বাংলাদেশের জনগণের কাছে তিনি এটা প্রত্যাশা করেন নাই। হিরো আলম সব সময় সত্যের পথে ছিলেন এবং আগামীতে ও থাকবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

 দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকটি দেশ মিলে নারীদের সাফ ফুটবলে চ্যাম্পিয়নশিপ পাওয়ায়, রাষ্ট্রীয় সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়েতো মিডিয়া ভাসিয়ে দিয়েছেন।   অথচ গতকাল সৌদি আরবে ৪১ তম কিং আবদুল আজিজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের মধ্যে বাংলাদেশের সালেহ আহমদ বিজয় ছিনিয়ে আনছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়ে আলোকোজ্জ্বল করেছেন। পাশাপাশি সালেহ আহমেদকে ১ লক্ষ সৌদি রিয়াল পুরস্কৃত করা হয়েছে যা বাংলাদেশ পরিমাণ প্রায় ২৮ লক্ষ টাকা ।  অথচ এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া সহ তেমন কারো প্রতিক্রিয়া দেখা যায়নি।