পসপোর্টের আবেদন করার পর পাসপোর্ট অফিস থেকে নিচের এই রকম স্লিপ পাবেন।
এবং আপনার সঠিক জন্মতারিখটি নিচে বসাবেন এবং I am human চেক বক্সে প্রেস করবেন, এবং ভেরিফাই করবেন যে আপনি রোবট নন। তারপর চেক এ প্রেস করবেন তাহলেই আপনার পাসপোর্ট কোথায় এবং কবে আসবে সব তথ্য পেয়ে যাবেন।
যার মধ্যে আপনার সব তথ্য গুলো লিপিবদ্ধ করা থাকবে। আপনি সেখানে তথ্য গুলো সঠিক কি না তা যাচাই করতে পারবেন। কোন ভুল থাকলে তা সংশোধন করতে হবে।
আপনার পাসপোর্টের আবেদন করার শেষ ধাপে ফিংগারপ্রিন্ট এবং ছবি তোলা হলে আপনাকে যেই স্লিপ টি দেওয়া হবে সেই স্লিপের মাধ্যমে আপনি জানতে পারবেন যে, আপনার পাসপোর্ট কোথায় এবং কবে আসবে। পাসপোর্টের আবেদনের সব ধাপগুলো এক এক করে সম্পূর্ণ হওয়ার স্ট্যেটাস আপনি জানতে পারবেন।
প্রথমত আপনাকে এই লিংকে প্রবেশ করতে হবেঃ পাসপোর্ট চেক
আপনি নিচের ছবিটির মতো ওয়েবসাইটে প্রবেশ করার পরঃ
আপনার পাসপোর্ট এপ্লিকেশনের স্লিপের মধ্যে অনলাইন রেজিষ্ট্রেশন আইডি নাম্বার পাবেন নিচের ছবিতে মার্ক করা লাইনের নাম্বার টি Application ID তে বসাবেন
এবং আপনার সঠিক জন্মতারিখটি নিচে বসাবেন এবং I am human চেক বক্সে প্রেস করবেন, এবং ভেরিফাই করবেন যে আপনি রোবট নন। তারপর চেক এ প্রেস করবেন তাহলেই আপনার পাসপোর্ট কোথায় এবং কবে আসবে সব তথ্য পেয়ে যাবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।