সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

ডিজিটাল বই | Boipathok.com

Boipathok.com

কেমন হতো যদি বাসায় বসেই ধার নিতে পারতেন আপনার প্রিয় বইগুলো?

বইপাঠক, দেশের প্রথম ডিজিটাল লাইব্রেরি। বাসায় বসে অনলাইনে ধার নিন প্রিয় সব বই আর পেয়ে যান হোম ডেলিভারি। 

বইয়ের সংগ্রহ দেখুনঃ https://cutt.ly/bVEyZ0o

নিবন্ধন করুনঃ https://cutt.ly/QVEyA1L

এন্ড্রয়েড, আইওএস অ্যাপঃ https://cutt.ly/2VEy0KG


কেন সদস্য হবেন?

============

১. ৩৫০০+ অরিজিনাল প্রিন্ট বইয়ের সমৃদ্ধ সংগ্রহ।

২. দেশী-বিদেশী, নতুন, জনপ্রিয় ও বইমেলার বই সমুহ।

৩. বিনামূল্যে বই ধার, যত খুশি ততবার।

৪. হোম ডেলিভারি ও ফ্রি রিটার্ন। 


সচরাচর জিজ্ঞাসা

============

প্র. সদস্য ফী কত?

উ. ৪৫০ টাকা অথবা পড়ে ফেলা স্বীকৃত প্রকাশনীর ফ্রেশ কন্ডিশনের ৬ টি বই ।


প্র. বই ধার নিতে কি খরচ আছে?

উ. একজন সদস্য বিনামূল্যে যত খুশি ততবার বই ধার নিতে পারবেন। তবে ডেলিভারি খরচ পাঠককে বহন করতে হবে।


প্র. ডেলিভারি খরচ কত?

উ. প্রতিবার ২ টি বইয়ের জন্য ডেলিভারি 

ফী ৫০ টাকা। বই ফেরতে খরচ নেই, এটি বইপাঠক কতৃপক্ষ বহন করবে।


প্র. সার্ভিস এরিয়া কোথায়? 

উ. ঢাকা মেট্রো সিটি।


তো আর দেরি কেন? আজই সদস্য হয়ে হারিয়ে যান বইয়ের দুনিয়ায়!

বিস্তারিত https://boipathok.com/

#বই_হোক_উন্মুক্ত!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একজন বিসিএস অন্যজন এমবিবিএস । Father Business

একজন বিসিএস ক্যাডার অন্যজন এমবিবিএস ডাক্তার রাজশাহীর বাঘা তে দেখা মিলল দুই ভাইয়ের যার  একজন বিসিএস ক্যাডার অন্যজন এমবিবিএস ডাক্তার, কিন্তু বিক্রি করছেন মিস্তি-বাতাশা ইত্যাদি। বাবার ব্যবসার ঐতিহ্য কে ধরে রেখেছেন দুই ভাই। তারা বলেন আমরা বাবার এই ব্যবসা থেকেই এত দূর পযন্ত আসতে পেরেছি, তাই এই ব্যবসা কে ছোট চোখে দেখি না। কর্মকে কখনো ছোট করে দেখা উচিৎ নয়, যুব সমাজের জন্য এটা হতে পারে উজ্জল দৃষ্টান্ত। দু'কলম লেখাপড়া শিখে কৃষকের সন্তান আর ক্ষেতখামারে যেতে চায় না কিন্তু উনারা ঠিক তার উল্টো কাজটি করেছেন! আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উনাদের।

হিরো আলম কী সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন | Hero Alam

আগামী বছর জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে হিরো আলম মিডিয়াতে এখনো কোন কথা বলেন নাই। তবে তার কথা থেকে ধারনা নেওয়া হয়েছে যে, তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। গুলশানের নির্বাচনে তার উপর ঘটে যাওয়া ঘটনায় তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে, তিনি হতাশ। কারন বাংলাদেশের জনগণের কাছে তিনি এটা প্রত্যাশা করেন নাই। হিরো আলম সব সময় সত্যের পথে ছিলেন এবং আগামীতে ও থাকবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

 দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকটি দেশ মিলে নারীদের সাফ ফুটবলে চ্যাম্পিয়নশিপ পাওয়ায়, রাষ্ট্রীয় সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়েতো মিডিয়া ভাসিয়ে দিয়েছেন।   অথচ গতকাল সৌদি আরবে ৪১ তম কিং আবদুল আজিজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের মধ্যে বাংলাদেশের সালেহ আহমদ বিজয় ছিনিয়ে আনছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়ে আলোকোজ্জ্বল করেছেন। পাশাপাশি সালেহ আহমেদকে ১ লক্ষ সৌদি রিয়াল পুরস্কৃত করা হয়েছে যা বাংলাদেশ পরিমাণ প্রায় ২৮ লক্ষ টাকা ।  অথচ এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া সহ তেমন কারো প্রতিক্রিয়া দেখা যায়নি।