দারাজ সেলার সামিটে কি বড় বড় সেলাররাই শুধুমাত্র ইভাইটেশন পাচ্ছে? আমরা ছোট্টরা কি দারাজের কিছুইনা? অবাঞ্চিত সেলার আমরা!
আমি দারাজে আসার পর দুইবার সেলার সামিট হয়ে গেলো। একবারও ইনভাইটেশন পাইনি। যা বুঝলাম, সেলার সামিটে যাদের বিক্রি, পারফরম্যান্স সব কিছুই বেটার তাদেরকেই ইনভাইটেশন দেওয়া হয়। আমাদের মত ছোট ছোট সেলাররা এসবে কিছুই না..
এটা খুবই স্বাভাবিক। যাদের সেল ভালো, স্ট্র্যাটেজি ভালো, পারফরমেন্স ভালো তাদের ডেকে তাদের এপ্রিশিয়েট করবে দারাজ কারণ তারা দারাজের এসেট। আমরাও ভালো করলে আমাদের ডাকবে। এটা শুধু দারাজ না , সব জায়গাতেই।
একদমই স্বাভাবিক। দারাজের ছোট বড় প্রচুর সেলার। সবাইকে তো আর দাওয়াত দেয়া যায় না। তাই সিলেক্টিভ দাওয়াত দেয়। আর এটা সব যায়গায় সেইম।
সেলার সামিটে চুনা-পুটিদের কোন ঠাঁই নাই রুই কাতল এগিয়ে চল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।