সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

ইভ্যালির গ্রাহকদের মন্তব্য | Evaly Customers Comments

 ২০২১ সালের ১৮ই জুনে বহু আকাংকিত এফজেড থার্ড ভার্সনটি অনেক কষ্টার্জিত অর্থ দ্বারা পেমেন্ট করছিলাম। যা ডিসেম্বরের মধ্যেই পেয়েও যেতাম হয়তোবা। ভাগ্যের নির্মম পরিহাসের অজ্ঞাত অশুভ স্বীকারের ফলে বাইকটি হস্তগত হয়নি। যাই হোক আশাহত হইনি এখনো। সুদিন আসবে হয়তো ইনশাআল্লাহ।

ইভ্যালির গ্রাহকদের মন্তব্য | Evaly Customers Comments

আগে পুরনো সার্ভারে প্রবেশ নিশ্চিত করুন। পুরনো গ্রহকদের আস্থা সৃষ্টি করে সামনে অগ্রসর হোন। এটা হবে বেটার। নাসরিন সাহেবা নতুন সার্ভারে ব্যবসা করার যে পলিসি নিচ্ছেন হিতে বিপরীত হবে। ১০০% নিশ্চিত। আবার আটকে যাবেন। সুপরামর্শ দিলাম।

এক বছর নয় আরো সময় নিক তবু হাজারো মরে যাওয়া স্বপ্নগুলো বেঁচে উঠুক 🥰।

আলিবাবার মতো ইভ্যালি হয়ে উঠুক অনেকের স্বপ্ন।

ই অরেঞ্জ ১১০০ কোটি টাকা নিয়ে ওই টাইমেই গায়েব হয়েছিলো যখন রাসেল তার ফ্যামিলি এ্যারেষ্ট হয় তারা টপ অব দ্যা নিউজ হয়নি।

আমার টাকা আরো পরে পাই কপালে থাকলে পাবো তাতে প্রবলেম নেই কিন্তু এরা উঠে আসুক।

কিসের জন্যে ভরসা করবে মানুষ ইভালিকে, 

একটা পাসওয়ার্ড ইস্যু নিয়া, আপনারা এখনো খোলাসা করে বলেন না। আর টাকা ফেরত দেয়ার ব্যাপারে তো কোন খবরই নেই। আর বলেন যে এক বছর ব্যবসা করতে চান অন্য সার্ভার দিয়ে। লজ্জা করে নাই সমস্ত কথা বলতে। যে টাকা নিয়ে রাখছেন ঐটা আসা করি না। কিন্তুু দাবি ছাড়বো না। দুঃখিত।

১.গ্রেফতার হওয়ার কারণে সার্ভারের পাসওয়ার্ড ওনার স্বামী ভুলে গেছেন।

২. অফিসের সমস্ত ডকুমেন্ট RAB এর ভুলে হারিয়ে গেছে।

ম্যাডামের স্টেটমেন্ট পরে যা বুঝলাম টাকা আর কেউ পাবে না এবং ওনারা নিষ্পাপ।

অবিলম্বে ওনার নিষ্পাপ স্বামীকেও ছেড়ে দেয়া হোক এবং বিদেশে চলে যাওয়ার ব্যবস্থা করে দেয়া হোক।

দেনা গুলো তাড়াতাড়ি দিবেন আম্মু সুযোগ পেলেই আমাদের ভাই বোনকে বকে কারন আমাদের সাথে আম্মুর প্রেশার কুকার ফ্রাইংপ্যান অর্ডার করা ছিল 🥺।

১০০% হালাল টাকা দিয়েছিলাম তাই আশা ছাড়ি নি ইনশা আল্লাহ ফিরে পাবো কোনো একদিন।

যারা অলরেডি ধরা খাইছে  তারা আবার সাপোর্ট দিচ্ছে এই আশায়, যদি আগের টাকা ফেরত পাই!

আমার পরামর্শ হচ্ছে কেউ এদের  প্রতারণার ফাঁদে  পা দিবেন না। পূর্বের ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটবে।

এই এক বছরে সাধারন মানুষের যে টাকা ইভ্যালির পকেটে যাবে ঐ টাকা দিতে কত বছর সময় নিবেন ?

Outer Evaly : ভাত ছুঁয়ে বলছি, এক বছর এর মধ্যে সকল ঋণ পরিশধ করে দিবো । নাহলে বাংলাদেশে থাকবনা।

বড় বিনিয়োগ ছাড়া ইভ্যালি কোনোভাবেই পুরাতন গ্রাহকদের টাকা ফেরত দিতে পারবে না৷ তাদের হাতে গ্রাহকদের যতো টাকাই থাকুক, সেই টাকার বিশাল একটা অংশ গ্রাহকদের কম মূল্যে পণ্য দিতেই ব্যয় হয়েছে। গ্রাহক সেই লোভেই ইনভেস্ট করেছে। তাই সবার টাকা ফেরত দিতে হলে তাদের এই মুহুর্তে বড় বিনিয়োগ দরকার। কেননা এখন তাদের কাছে 'ইভ্যালি' নামটা ছাড়া কিছুই নেই। হয় এই নামটা বিক্রি করে দিতে হবে নয়তো কমপক্ষে ৪/৫ বছর সময় দিতে, এই সময়ের মধ্যে যদি তারা প্রফিট করে তবেই পুরাতন গ্রাহকেরা টাকা ফেরত বা পণ্য পেতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে ইভ্যালির পাশাপাশি ডেসটিনিও বাজারে ফিরে আসবে যদি ইভ্যালির কাম ব্যাক  সাকসেসফুল হয়। যতই আপনারা দ্রুত টাকা ফেরত পাওয়ায় আশা করেন না কেন, কার্যত এটা সময়সাপেক্ষ ব্যাপার।

আগে ধন্দাবাজি বাদ দেন।আপনারা যেটা করেছেন সেটাকে ব্যাবসার কোনো কাতারে পরে না।ব্যাবসায় তো লাভ লস থাকে কিন্তু আপনাদেরটায় কোনো লস নাই শুধু লাভ লাভ আর লাভ।

গেটওয়ে যে টাকা আটকানো আছে সেই বিষয় কিছু বল্লো না তো। বিকাশ ও নগদ ইত্যাদি এ জমা থাকা টাকা আপনাদের ইচ্ছার অভাব কিনা? এই টাকা ক্রেতার। সরকার,  (নগদ+বিকাশ) বা আপনাদের ও নয়। এটা আটকে রাখা টাকা দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এতে আপনাদের প্রতি একটু হলেও ভাল নজর আসবে বলে আমি মনে করি। 

ধন্যবাদ 🙂

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

 দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকটি দেশ মিলে নারীদের সাফ ফুটবলে চ্যাম্পিয়নশিপ পাওয়ায়, রাষ্ট্রীয় সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়েতো মিডিয়া ভাসিয়ে দিয়েছেন।   অথচ গতকাল সৌদি আরবে ৪১ তম কিং আবদুল আজিজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের মধ্যে বাংলাদেশের সালেহ আহমদ বিজয় ছিনিয়ে আনছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়ে আলোকোজ্জ্বল করেছেন। পাশাপাশি সালেহ আহমেদকে ১ লক্ষ সৌদি রিয়াল পুরস্কৃত করা হয়েছে যা বাংলাদেশ পরিমাণ প্রায় ২৮ লক্ষ টাকা ।  অথচ এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া সহ তেমন কারো প্রতিক্রিয়া দেখা যায়নি।

দেশী নগদে ৪০০ টাকা ক্যাশব্যাক | Nagad 400 Taka Cash Back

ক্রেডিট কার্ডের বিল নগদ-এ দিলেই বেশি লাভ। এখন আপনার মাস্টারকার্ড ক্রেডিট কার্ডটি নগদ-এ সেভ করে, বিল পেমেন্ট করলে পাচ্ছেন ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।  অফারটি চলবে ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত। বিস্তারিত: https://nagad.io/z0w #দেশি_নগদে_বেশি_লাভ

skybuybd.com | চায়না থেকে পণ্য আসবে ৭ দিনে

Skybuybd.com এমন একটি কোম্পানি, যারা চায়নার ২০ লক্ষের বেশি প্রডাক্ট আপনাকে এনে দিবে ৭ দিনে। কেজি প্রতি চার্জ হিসেবে। লাগবে না কোন এক্সটার্নাল চার্জ বা এলসি এবং ট্রেডমার্ক।