সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

Flash IT Pro | ডিজিটাল মার্কেটিং এজেন্সি | Review

🟢 কম খরচে সম্পূর্ণ প্রফেশনাল ওয়েবসাইট বানিয়ে নিন আপনার বাজেটের মধ্যে ফ্লাস আইটি প্রো থেকে 🟢 


এই ডিজিটাল যুগে একটি ওয়েবসাইট হতে পারে ব্যবসা প্রতিষ্ঠানের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ। অনেক ছোট স্টার্ট-আপ যারা ওয়েবসাইট থাকাকে বেশী জরুরী মনে করেন না। ধারণা করেন ওয়েবসাইট ছাড়াই আপনরা ব্যবসা চালিয়ে যেতে সক্ষম হবেন।

এমনকি আপনারা মনে করে যে, অনলাইনে আপনার প্রডাক্ট তুলে ধরার জন্য ফেসবুক মার্কেটপ্লেস-ই যথেষ্ঠ। কিন্তুু এটা ইন্টারনেটের চলমান যুগ, যা অনেক ব্যবসায়ীরা বুঝতে চায় না। 

আসল বিষয় হচ্ছে, একটি ব্যবসাকে সকলের নিকট নিয়ে যাওয়ার সঠিক উপায় হলো প্রফেশনাল একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা। প্রফেশনাল একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার ব্যাবস্যাকে প্রসার করতে পারেন দ্বিগুণ। 

তাই সব থেকে কম মূল্য দিয়ে আপনার সঠিক বাজেটের মধ্যে প্রফেশনাল ওয়েবসাইট তৈরী করে নিন ফ্লাস-আইটির মাধ্যমে, সাথে ডোমেইন, হোস্টিংসহ লাইফটাইম সাপোর্ট পাবেন তাদের কাছ থেকে বিনামূল্যে। সঠিক ডিজাইন এবং গাইডলাইন নিয়ে ওয়েবসাইটের মাধ্যেমে অনলাইনে আপনার বিজনেসকে প্রসারিত করুন সবার আগে।

🟢 ফ্লাস আইটি প্রো যেসব ওয়েবসাইট তৈরী করে 🟢 

◼ ই-কমার্স ওয়েবসাইট।

◼ ট্রাভেল এজেন্সি / ট্যুর / রিসোর্ট বুকিং ওয়েবসাইট ।

◼ বায়িং হাউজ / গার্মেন্টস ওয়েবসাইট।

◼ ব্যাক্তিগত (পোর্টফোলিও) ওয়েবসাইট।

◼ নিউজ পেপার / অনলাইন টেলিভিশন / ব্লগ ওয়েবসাইট।

◼ ক্লিনিং / মেইনটেনেন্স / মুভিং শিফটিং ওয়েবসাইট।

◼ কন্সট্রাকশন / ইঞ্জিনিয়ারিং কোম্পানী ওয়েবসাইট

◼ অলাভজনক ও ধর্মীয় প্রতিষ্ঠান ওয়েবসাইট।

◼ হোটেল ও পর্যটন ওয়েবসাইট।

◼ রিয়েল এস্টেট কোম্পানী ওয়েবসাইট।

◼ শিক্ষা প্রতিষ্ঠান / ট্রেনিং প্রতিষ্ঠান / কোচিং সেন্টার ওয়েবসাইট ।

◼ ইভেন্ট ম্যানেজমেন্ট / ফটোগ্রাফি ওয়েবসাইট।

◼ ফার্নিচার কোম্পানী ওয়েবসাইট ।

◼ রেন্ট এ কার ওয়েবসাইট।

◼ ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ডিজাইন কোম্পানী ওয়েবসাইট।

◼ ল-ফার্ম ওয়েবসাইট।

◼ হাসপাতাল ও ক্লিনিক সাইট।

◼ মার্কেটিং ফার্ম ওয়েবসাইট।


✅ এছাড়াও আপনার ব্যবসা অনুযায়ী যেকোনো ধরনের ক্লাসিক সাইট তৈরি করে নিতে পারবেন।


📢 আরোও যেসব সার্ভিস সমূহ পাবেন 📢

🔷 ডিজিটাল মার্কেটিং।

🔷 গ্রাফিক্স ডিজাইন।

🔷 ইউআই ইউএক্স।

🔷 ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট।

🔷 সফটওয়্যার ডেভেলপমেন্ট।

🔷 মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট।

🔷 বিজনেস ডেভ্লপমেন্ট।

🔷 সোস্যাল মিডিয়া মার্কেটিং।

🔷 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) 


বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুনঃ

📞 01770490148 (WhatsApp)

Website: www.flashitpro.com

Facebook: www.facebook.com/flashitpro

Linkedin: https://www.linkedin.com/company/flashitpro

Instagram: https://www.instagram.com/flashitpro/

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

 দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকটি দেশ মিলে নারীদের সাফ ফুটবলে চ্যাম্পিয়নশিপ পাওয়ায়, রাষ্ট্রীয় সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়েতো মিডিয়া ভাসিয়ে দিয়েছেন।   অথচ গতকাল সৌদি আরবে ৪১ তম কিং আবদুল আজিজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের মধ্যে বাংলাদেশের সালেহ আহমদ বিজয় ছিনিয়ে আনছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়ে আলোকোজ্জ্বল করেছেন। পাশাপাশি সালেহ আহমেদকে ১ লক্ষ সৌদি রিয়াল পুরস্কৃত করা হয়েছে যা বাংলাদেশ পরিমাণ প্রায় ২৮ লক্ষ টাকা ।  অথচ এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া সহ তেমন কারো প্রতিক্রিয়া দেখা যায়নি।

দেশী নগদে ৪০০ টাকা ক্যাশব্যাক | Nagad 400 Taka Cash Back

ক্রেডিট কার্ডের বিল নগদ-এ দিলেই বেশি লাভ। এখন আপনার মাস্টারকার্ড ক্রেডিট কার্ডটি নগদ-এ সেভ করে, বিল পেমেন্ট করলে পাচ্ছেন ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।  অফারটি চলবে ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত। বিস্তারিত: https://nagad.io/z0w #দেশি_নগদে_বেশি_লাভ

skybuybd.com | চায়না থেকে পণ্য আসবে ৭ দিনে

Skybuybd.com এমন একটি কোম্পানি, যারা চায়নার ২০ লক্ষের বেশি প্রডাক্ট আপনাকে এনে দিবে ৭ দিনে। কেজি প্রতি চার্জ হিসেবে। লাগবে না কোন এক্সটার্নাল চার্জ বা এলসি এবং ট্রেডমার্ক।