সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

স্টেজে জন্মদিনের গিফট দিলো ইমরান মাহমুদুলের ভক্ত

 ঢাকা ইউনিভার্সিটি জহুরুল হকের হল আয়োজিত কনসার্টে অনেক  সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে। জন্মদিন উপলক্ষে বাড়ির নিচে এসে গিফট পেয়েছি এরকম ঘটনা অনেক কিন্তু কনসার্ট  করতে এসে স্টেজে এসে গিফট করে যাওয়া ঘটনাটা আসলে বিরল আমার জন্য। মেয়েটি হয়তো জানতো না যে আদৌ আমাকে গিফট দিতে পারবে কিনা কিন্তু তারপরও আমার জন্য গিফট কিনে নিয়ে এসেছিল। বিষয়টা আমাকে খুব টাচ করে। সবার এই ভালবাসার কাছে আমি কৃতজ্ঞ। অনেক অনেক শুভকামনা তার জন্য। - ইমরান মাহমুদুল।

আপনি ভালোবাসা পাবার যোগ্য লোক, কারণ আপনি সবাইকে স্নেহ করতে পারেন ভালবাসতে পারেন, শ্রদ্ধা করতে পারেন। আপনি ভালোবাসা পাবেন এটাই স্বাভাবিক, ভালোবাসা এটা আপনার জন্য হক ও অধিকার।

মানুষের ভালোবাসা অর্জন করাটাও একটা ভাগ্যের ব্যাপার।Imran Mahmudul ভাগ্যবান পুরুষ,সবার ভালোবাসার শিল্পী।

আহ....ওই কনসার্ট টি খুব কাছ থেকেই দেখার সৌভাগ্য হয়েছিল আমার। ওই দিনই ছিল আপনাকে প্রথম দেখা....দিনটি সারাজীবন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

ভালোবাসার মানুষের জন্য এমন করাই যায় কোন ব্যাপার না। তবে, তার জন্য শুভ কামনা।

Imran Mahmudul  ভাইয়া আপনি শিল্পী বড়ো সেটা অন্য বিষয় কিন্তু আপনার একদমই ধারণা নেই আপনার মনটা সেই শিল্পীর চেয়েও কতো গুণ বড়ো,This simplicity makes You more Unique A Big Hug for understanding Yours fans so deeply 💓 Keep Growing Much Love।

মেয়েটা হয়তো ভুলেই গিয়েছিল পাঞ্জাবীটা তার বয়ফ্রেন্ডের জন্য কিনেছিলো! বাসায় ফেরার পথে কন্সার্ট দেখতে এসে আপনাকে দিয়ে গেলো। 😁 বেচারা বয়ফ্রেন্ড খবরটা শুনতে পেলে 

নিশ্চিত ব্রেকআপ করে দিবে 🤣

(সর্বোপরি ভালোবাসা নিবেন ইমরান মাহমুদুল স্যার)💚

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

 দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকটি দেশ মিলে নারীদের সাফ ফুটবলে চ্যাম্পিয়নশিপ পাওয়ায়, রাষ্ট্রীয় সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়েতো মিডিয়া ভাসিয়ে দিয়েছেন।   অথচ গতকাল সৌদি আরবে ৪১ তম কিং আবদুল আজিজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের মধ্যে বাংলাদেশের সালেহ আহমদ বিজয় ছিনিয়ে আনছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়ে আলোকোজ্জ্বল করেছেন। পাশাপাশি সালেহ আহমেদকে ১ লক্ষ সৌদি রিয়াল পুরস্কৃত করা হয়েছে যা বাংলাদেশ পরিমাণ প্রায় ২৮ লক্ষ টাকা ।  অথচ এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া সহ তেমন কারো প্রতিক্রিয়া দেখা যায়নি।

দেশী নগদে ৪০০ টাকা ক্যাশব্যাক | Nagad 400 Taka Cash Back

ক্রেডিট কার্ডের বিল নগদ-এ দিলেই বেশি লাভ। এখন আপনার মাস্টারকার্ড ক্রেডিট কার্ডটি নগদ-এ সেভ করে, বিল পেমেন্ট করলে পাচ্ছেন ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।  অফারটি চলবে ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত। বিস্তারিত: https://nagad.io/z0w #দেশি_নগদে_বেশি_লাভ

skybuybd.com | চায়না থেকে পণ্য আসবে ৭ দিনে

Skybuybd.com এমন একটি কোম্পানি, যারা চায়নার ২০ লক্ষের বেশি প্রডাক্ট আপনাকে এনে দিবে ৭ দিনে। কেজি প্রতি চার্জ হিসেবে। লাগবে না কোন এক্সটার্নাল চার্জ বা এলসি এবং ট্রেডমার্ক।