সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

প্রবাসে ভিসা কার্ড বন্ধ হলে কী করবেন

 এটা ব্যাংকের কাজ ভাইয়া, কিন্তু কথা হচ্ছে তারা প্রবাসীদেরকে মূল্যায়ন করে না, আপনার কপিলকে সাথে নিয়ে যান দেখবেন ঠিকই করে দিবে।


গতবছর এই সমস্যা আমি পড়েছিলাম ভাই অনেক কষ্টের পর সমাধান করেছি ব্যাংকে গিয়ে।

আমার কার্ড ও গতকাল এমন দেখাইছে পরে অন্য এটি এম এ ঢুকাইছি তখন ঠিক আছে দেখায় এটা নেটওয়ার্ক প্রবলেম এর জন্য হয়ে থাকে।

 টransaction close ট্রান্সফারও হবে না আমার এভাবে গত বছর হয়েছিল পরে অনেক দৌড়াদৌড়ির পর ব্রাঞ্চ থেকে টাকা উঠিয়ে নিয়েছি পরে আবার কার্ড ঠিক করেছি ব্যাংকে গিয়ে আপডেট দিয়ে।

Jodi apnar account hoya thake jekono alrajhi brance geya cash kore felun, bank employ mobile e  otp deba. Otp dekhalai tk diye dibe.

আলরাজী ব্যাংকের অন্য শাখার কাস্টমার কেয়ারে যান, আমি ব্যাংকে কাজ করি আমার  ব্যাংকেও অনেক কাস্টমারকে সঠিক সেবা দেয় না সব সময়, পরে অন্য শাখায় গেলে দিয়ে দেয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একজন বিসিএস অন্যজন এমবিবিএস । Father Business

একজন বিসিএস ক্যাডার অন্যজন এমবিবিএস ডাক্তার রাজশাহীর বাঘা তে দেখা মিলল দুই ভাইয়ের যার  একজন বিসিএস ক্যাডার অন্যজন এমবিবিএস ডাক্তার, কিন্তু বিক্রি করছেন মিস্তি-বাতাশা ইত্যাদি। বাবার ব্যবসার ঐতিহ্য কে ধরে রেখেছেন দুই ভাই। তারা বলেন আমরা বাবার এই ব্যবসা থেকেই এত দূর পযন্ত আসতে পেরেছি, তাই এই ব্যবসা কে ছোট চোখে দেখি না। কর্মকে কখনো ছোট করে দেখা উচিৎ নয়, যুব সমাজের জন্য এটা হতে পারে উজ্জল দৃষ্টান্ত। দু'কলম লেখাপড়া শিখে কৃষকের সন্তান আর ক্ষেতখামারে যেতে চায় না কিন্তু উনারা ঠিক তার উল্টো কাজটি করেছেন! আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উনাদের।

হিরো আলম কী সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন | Hero Alam

আগামী বছর জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে হিরো আলম মিডিয়াতে এখনো কোন কথা বলেন নাই। তবে তার কথা থেকে ধারনা নেওয়া হয়েছে যে, তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। গুলশানের নির্বাচনে তার উপর ঘটে যাওয়া ঘটনায় তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে, তিনি হতাশ। কারন বাংলাদেশের জনগণের কাছে তিনি এটা প্রত্যাশা করেন নাই। হিরো আলম সব সময় সত্যের পথে ছিলেন এবং আগামীতে ও থাকবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ হারালো ১১১ টি দেশকে | Hafez Takrim

 দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকটি দেশ মিলে নারীদের সাফ ফুটবলে চ্যাম্পিয়নশিপ পাওয়ায়, রাষ্ট্রীয় সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়েতো মিডিয়া ভাসিয়ে দিয়েছেন।   অথচ গতকাল সৌদি আরবে ৪১ তম কিং আবদুল আজিজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ টি দেশের মধ্যে বাংলাদেশের সালেহ আহমদ বিজয় ছিনিয়ে আনছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে সেলিব্রেশন ও অভিনন্দন জানিয়ে আলোকোজ্জ্বল করেছেন। পাশাপাশি সালেহ আহমেদকে ১ লক্ষ সৌদি রিয়াল পুরস্কৃত করা হয়েছে যা বাংলাদেশ পরিমাণ প্রায় ২৮ লক্ষ টাকা ।  অথচ এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া সহ তেমন কারো প্রতিক্রিয়া দেখা যায়নি।