স্টেডফাস্ট কুরিয়ারের অনেকগুলো ভালো দিক আছে, তার মধ্যে আমার একটি দিক বিশেষ ভাবে ভালো লগে। সেই দিক টি হলোঃ স্টেডফাস্ট একাউন্টে আপনি আপনার টাকা জমা করে রাখতে পারবেন।
অর্থাৎ ধরেন আপনার ১০ টা পার্সেল ডেলিভারি হলো, এই টাকা টা আপনি যখন চাইবেন তখন পেমেন্ট নিতে পারবেন। অনেকেই আছেন যাদের টাকা জমা করে না রাখলে খরচ হয়ে যায়, সেখেএে আপনি জমা করে রাখতে পারবেন।
টাকার এমাউন্ট বাড়ার পর সেটা উঠাবেন, এতে করে টাকা টা কাজে দিবে। অনেকের ব্যবসার লাভ লোকসান হিসাব করা হয় না, আপনি এই পদ্ধতি তে আপনার লাভকে গননা করতে পারবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।