প্রথমত আমরা আলোচনা করবো যে আর্জেন্ট পাসপোর্ট করতে কী কী লাগে?
- ভোটার আইডি কার্ড / NID Card
- অথবা জন্ম নিবন্ধন / Birth Certificate
- ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি
- পৌরসভা থেকে নাগরিকত্ব সনদ
- পুলিশ ভেরিফিকেশন ডকুমেন্টস
- আর্জেন্ট পাসপোর্ট ফি ব্যাংকে জমা
- বাবা-মায়ের ভোটার আইডি / NID
- সমস্থ ডকুমেন্টস সত্যায়িত করা
- পূর্বের পাসপোর্ট থাকলে জমা দেওয়া
উপরোক্ত সব কিছুই দরকার একটি আর্জেন্ট পাসপোর্ট করতে। অর্থাৎ এখানে শুধু মাএ বেশি লাগবে পুলিশ ভেরিফিকেশন কপি এবং আর্জেন্ট পাসপোর্ট ফি। আর্জেন্ট পাসপোর্ট পেতে চাইলে আর্জেন্ট ভাবে পুলিশ ভেরিফাই কপি লাগে যেটা অনলাইনে আবেদন করার মাধ্যমে পেতে পারেন।
কারন নর্মাল পাসপোর্ট করার সময় কয়েকদিন পর পুলিশ ভেরিফাই শুরু হয়। কিন্তুু যেহেতু আপনার পাসপোর্ট আর্জেন্ট দরকার তাই যেদিন পাসপোর্ট অফিসে যাবে সব ফাইল জমা দিতে, সেদিন-ই পুলিশ ভেরিফিকেশন করিয়ে নিবেন।
আর্জেন্ট পাসপোর্ট করলে কী কী সুবিধা?
- আর্জেন্ট পাসপোর্ট করলে ২ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন।
- পুলিশ ভেরিফিকেশনের আলাদা ঝামেলা নেই।
- ২ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন।
- শুধু মাএ ই-পাসপোর্ট পাবেন।
- আপনার আর্জেন্ট কাজ দূর্ত সম্পূর্ণ করতে পারবেন।
- পাসপোর্ট অফিস থেকে ঝামেলা করতে পারবে না।
- দালাল ধরার প্রয়োজন পড়বে না।
আর্জেন্ট পাসপোর্ট করতে কত দিন লাগে?
- আর্জেন্ট পাসপোর্ট করতে ১ দিন লাগে। অর্থাৎ ডকুমেন্টস জমা দিতে যতটুকু সময় প্রয়োজন ঠিক ততটুকুই।
- আর্জেন্ট পাসপোর্ট ২ কর্মদিবসে ডেলিভারি পাওয়া যায়।
- অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন বাদে ২ দিন পর পেয়ে যাবেন।
- আর্জেন্ট পাসপোর্ট করতে দালাল বা অফিসের ঝামেলা পোহাতে হয় না।
- পুলিশ ভেরিফিকেশন আগেই করা যায়।
আর্জেন্ট পাসপোর্ট করতে কত টাকা লাগে?
- আর্জেন্ট পাসপোর্ট / Super Express Passport করতে ফি ৮৬২৫/- টাকা, ৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদের জন্য।
- আর্জেন্ট পাসপোর্ট / Super Express Passport করতে ফি ১০৩৫০/- টাকা, ৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদের জন্য।
- আর্জেন্ট পাসপোর্ট / Super Express Passport করতে ফি ১২০৭৫/- টাকা, ৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদের জন্য।
- আর্জেন্ট পাসপোর্ট / Super Express Passport করতে ফি ১৩৮০০/- টাকা, ৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদের জন্য।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।