বাংলাদেশের ছোট-বড় সব উদোক্তা কুরিয়ার সার্ভিস নিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন। ব্যবসার শুরুতেই ভালো কুরিয়ার নির্বাচন না করলে, অনেক বড় লসের সম্মুখীন হতে হবে আপনাকে। যেহেতু আমি দীর্ঘদিন পর্যন্ত কুরিয়ার সার্ভিস ব্যবহার করে আসছি, তাই আমি আপনাকে সঠিক দিকনির্দেশনা দিতে পারবো। পরবর্তী তে আপনাকে কোন সমস্যা ফেস করতে হবে না। আমি কয়েকটি কুরিয়ার সার্ভিস থেকে কীরকম সার্ভিস পেয়েছি সেটা পয়েন্ট আকারে তুলে ধরবো, যাতে আপনি খুব সহজই আপনর বেস্ট কুরিয়ার সার্ভিস টি বেছে নিতে পারেন। ১। স্টেডফাস্ট কুরিয়ারঃ স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট হোম ডেলিভারি কুরিয়ার। আমি অনান্য সব কুরিয়ার সার্ভিস থেকে মোটামুটি সার্ভিস পাওয়ার পর, যখন থেকে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস ব্যবহার শুরু করলাম তখন থেকেই আমাকে আর কোন সমস্যা পোহাতে হয়নি। পোস্টের শেষে একটা ভালো খবর আছে, পড়ে নিয়েন। আসলে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন কাস্টমার ফোন করে বলে যে, প্রডাক্ট হাতে পাই নি। এটা সবচেয়ে কষ্টদায়ক, তখন মনে হয় যে ফোন অফ করে রাখি। আপনি যদি চান ঢাকা থেকে জেলা শহর পর্যায়ে হোম ডেলিভারি করতে, তাহলে ২ দিন আর জেলা পর্যায় থে...
Bangladeshi All News From Mohammad Tohidul Islam Tusher